রাজনীতি
একজন নরসুন্দর ও লেখক: সেলুনেই গড়েছেন হাজার বইয়ের পাঠাগার
স্কুলে যাওয়া বন্ধ হলেও নিজের লেখাপড়া বন্ধ করেননি প্রদীপ। রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে হয়েছেন বিশ্বকবি, আর প্রদীপ স্কুল হারিয়ে হলেন সম্ভাবনাময়ী একজন কবি। নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা প্রদীপের এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ছয়টি। আর শিশুতোষ গ্রন্থ, উপন্যাস ও গল্পগ্রন্থ লিখেছেন একটি করে। প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ২০১৪ সালে।

সর্বশেষ খবর
📢 বিজ্ঞাপন স্থান
Google AdSense কনফিগার করুন






